বাংলাদেশের বিপক্ষে জয়সওয়ালের বিশ্ব রেকর্ড

টেস্ট ক্রিকেটে ভারতের নতুন তারকা যশস্বী জয়সওয়াল। একের পর এক রেকর্ড গড়ে চলেছেন এই তরুণ ব্যাটার। এবার বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্টে দারুণ এক বিশ্ব রেকর্ড ধরা দিল তার কাছে।

টেস্ট ক্রিকেট ইতিহাসে ঘরের মাঠে প্রথম ১০ ইনিংসে জয়সওয়ালের চেয়ে বেশি রান নেই কারও। ঘরের মাঠে ক্যারিয়ারের প্রথম ১০ ইনিংসে তার রান ৭৫৫। চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে তার ব্যাটে এসেছে ৫৬ রান। আর সে ইনিংসেই এই কীর্তি গড়া হয়ে যায় তার।

এতদিন রেকর্ডটি ছিল ওয়েস্ট ইন্ডিজের জর্জ হেডলির দখলে। ঘরের মাঠে প্রথম ১০ ইনিংসে তার ব্যাটে আসে ৭৪৭ রান। সে রেকর্ড গুঁড়িয়ে নতুন ইতিহাস লিখেছেন জয়সওয়াল।

চেন্নাই টেস্টে প্রথম ইনিংসে ফিফটি পেলেও দ্বিতীয় ইনিংসে অবশ্য ১০ রানের বেশি করতে পারেননি জয়সওয়াল।

টেস্ট ক্রিকেট ইতিহাসে ঘরের মাঠে প্রথম ১০ ইনিংসে রান

যশস্বী জয়সওয়াল (ভারত) – ৭৫৫ রান

জর্জ হেডলি (ওয়েস্ট ইন্ডিজ) – ৭৪৭

জাভেদ মিয়াঁদাদ (পাকিস্তান) – ৭৪৩

ডেভ হাউটন (জিম্বাবুয়ে) – ৬৮৭

ভিভ রিচার্ডস (ওয়েস্ট ইন্ডিজ) – ৬৮০