ঝিকরগাছায় ইমাম পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও নিতেষ নারায়ন কর্তৃক হযরত মুহাম্মাদ সা. সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামে কটুক্তির প্রতিবাদে ঝিকরগাছায় ইমাম পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার আসরবাদ স্থানীয় যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা বাজারে বিক্ষোভ সমাবেশপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিকরগাছা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব এবং উপজেলা ইমাম পরিষদের সিনিয়র সহ-সভাপতি মুফতি আকবর হুসাইন।

বিশেষ অতিথি ছিলেন, ঝিকরগাছা বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আব্দুস শুকুর, উপজেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক ও জামিয়া আরাবিয়া ক্বওমী বালক-বালিকা মাদরাসার পরিচালক মুফতি ইব্রাহীম খলিল, উপজেলা ইমাম পরিষদের সাংগঠনিক সম্পাদক ও কৃষ্ণনগর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা ইসহাক মাযহারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলা শাখার আমীর অধ্যাপক হারুণ অর রশীদ, ঝিকরগাছা বিএম হাইস্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুস সামাদ।

এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মুহিব্বুল্লাহ, মাওলানা সদর উদ্দিন, হাফেজ মাওলানা আব্দুর রশীদ, মুফতি ইবাদুর রহমান, মাওলানা মাহমুদুল হাসান, মুফতি শামীম মাহমুদ, মুফতি রবিউল ইসলাম, হাফেজ মাওলানা মুশফিকুর রহমান, ক্বারী মাওলানা নাজমুল হুদাসহ ঝিকরগাছা ও তৎপার্শবর্তী এলাকার অর্ধশতাধিক মসজিদের ইমাম ও খতিব এবং নবীপ্রেমী মুসল্লিগণ। আলোচনাসভা শেষে একটি বিক্ষোভ মিছিল ঝিকরগাছা বাজার উপজেলা মোড় ঘুরে শেষ হয়।