যশোরে চিহ্নিত সন্ত্রাসী সাগরকে পিটিয়ে হত্যা

যশোরে দুর্বৃত্তদের হাতুড়ি পেটায় আহত সাইফুল ইসলাম সাগর মারা গেছেন। গত সোমবার সন্ধ্যায় সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামে এই ঘটনার পর ঢাকায় নেয়ার পথে রাতে মারা যান তিনি। এদিকে এই ঘটনায় নিহতের ভাই আশরাফুল ইসলাম আকাশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি দিয়ে মঙ্গলবার কোতোয়ালি থানায় একটি এজাহার দিয়েছেন। এই ঘটনায় কেউ আটক না হলেও অভিযুক্তদের সনাক্ত এবং আটকের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক।

নিহত সাগর একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্রসহ ৫টি মামলা রয়েছে।

নিহতের ভাই আশরাফুল ইসলাম আকাশ জানিয়েছেন, তার ভাই সাইফুল ইসলাম সাগর আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত। সে কারণে স্থানীয় সন্ত্রাসী প্রকৃতির লোকজনের সাথে দীর্ঘদিন ধরে তার বিরোধ চলে আসছিলো। একটি মামলায় সাগর জেলহাজতে আটক ছিলেন। কয়েকদিন আগে তিনি জামিনে মুক্তি পেয়ে বাড়িতে আসেন। এরপরে এলাকার কিছু সন্ত্রাসীরা সাগরকে খুন করাসহ বিভিন্ন ধরণের হুমকি দিয়ে আসছিলো। গত ৭ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বালিয়া-ভেকুটিয়া ব্রিজের ওপর বসে ছিলেন। কিন্তু পূর্ব পরিকল্পিতভাবে ওই সন্ত্রাসীরা সাগরকে একা পেয়ে এলোপাতাড়ি ভাবে মারপিটসহ তাতুড়ি পেটা করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তাকে হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ঢাকা নেয়ার পথে গভীর রাত ১টার দিকে সাগরের মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, সাগর একজন দুর্ধর্ষ সন্ত্রাসী প্রকৃতির লোক। তার বিরুদ্ধে অস্ত্রসহ ৫টি মামলা রয়েছে। একটি মামলায় জেলহাজত থেকে জামিন পেয়ে ১০/১২ দিন আগে বাড়িতে এসেছে। কিন্তু একই এলাকার প্রতিপক্ষের সন্ত্রাসী তাকে রেকি করতে থাকে। গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বালিয়া-ভেকুটিয়া ব্রিজের ও্পর বসা থাকা অবস্থায় তাকে এলোপাতাড়ি মারপিটসহ হাতুড়িপেটা করা হয়। প্রথমে যশোর এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার নেয়ার পথে রাতেই তিনি মারা যান। এই ঘটনায় নিহতের ভাই আশরাফুল ইসলাম আকাশ মঙ্গলবার অজ্ঞাতনামা আসামি দিয়ে কোতোয়ালি থানায় একটি এজাহার দিয়েছেন। তবে এরিপোর্ট লেখা পর্যন্ত মামলার রেকর্ড বা কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক।

ওসি আরো জানিয়েছেন, নিহত সাগরে বিরুদ্ধে অস্ত্রসহ ৫টি মামলা রয়েছে। পরিবারের পক্ষ থেকে থানায় এজাহার দেয়া হয়েছে। খুনীদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।