পাকিস্তানের ফয়সালাবাদে জনপ্রিয় ইসলামী বক্তা জাকির নায়েকের অনুষ্ঠানে ইসলামের ছায়াতলে এসেছেন এক খ্রিস্টান তরুণী। অনুষ্ঠানে উপস্থিত হয়ে ইসলাম গ্রহণের ইচ্ছা ব্যক্ত করেন ওই তরুণী। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।
জানা যায়, অনুষ্ঠানে উপস্থিত হওয়া সে তরুণী মাইক্রোফোনের সামনে আসলে জাকির নায়েক প্রথমে তার নাম জিজ্ঞেস করেন। তখন তরুণী বলেন, তার নাম সামরিন।
এরপর জাকির নায়েক জিজ্ঞেস করেন যিশুখ্রিস্ট কি একজন নবী নাকি ঈশ্বরের পুত্র। এই প্রশ্নের জবাবে সামরিন বলেন, তার বিশ্বাস যিশুখ্রিস্ট একজন নবী।
সামরিনের উদ্দেশে জাকির নায়েকের পরবর্তী প্রশ্ন ছিল, মুহাম্মদ (সা.)-কে আল্লাহর শেষ রাসুল হিসেবে বিশ্বাস করেন কিনা। এই প্রশ্নের হ্যাঁ-সূচক জবাব দেন এই তরুণী।
এ সময় জাকির নায়েকের এক প্রশ্নের জবাবে সামরিন আরও বলেন, তিনি তার আশপাশের মুসলিমদের দেখে ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছেন। তিনি কোনো ধরনের চাপ ছাড়াই সজ্ঞানে, নিজ ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করতে চান বলেও জাকির নায়েককে জানান।
এরপর জাকির নায়েক তাকে কালিমা শাহাদাত পাঠ করান। এসময় উপস্থিত জনতা উচ্চস্বরে ‘আল্লাহু আকবর’ বলে সামরিনকে ইসলাম ধর্মে স্বাগত জানান।