নিখোঁজ যুবকের সন্ধান চাই পরিবার

খুলনার ফুলতলায় পাওনা টাকা আদায় করতে গিয়ে আব্দুল আলিম মুন্না নামে এক যুবক নিখোঁজ হয়েছে। গত ২৭ শে নভেম্বর দুপুর ২ টার দিকে ফুলতলা দামোদরের আলকা এলাকা থেকে তিনি নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
তিনি যশোরের চৌগাছা উপজেলার মাঠচাকলা গ্রামের সোলাইমান হোসেনের ছেলে। এই ঘটনায় ২৮ নভেম্বর খুলনার ফুলতলা থানায় মুন্নার ভাই জহরুল ইসলাম সাধারণ ডায়েরি করেছেন।
জিডিতে উল্লেখ করেছেন নিখোঁজ আব্দুল আলিম ওরফে মুন্নার শারীরিক গঠন ৫ ফুট ৬ ইঞ্চি, চুল খাটো, চামড়ার রং ফর্সা, ওজন ৬০ কেজি।
নিখোঁজ মুন্নার ভাই জরুহুল ইসলাম বলেন, পাওনা টাকা আদায় করতে খুলনার ফুলতলার দামোদার ্এলাকায় গিয়ে মুন্না নিঁখোজ হয়েছে। বিভিন্ন জায়গায় খোঁজ করে তার সন্ধান পাওয়া যায়নি। কেউ তার সন্ধান পেলে যোগাযোগের জন্য অনুরোধ করছি।