যশোরের চৌগাছায় “অন্তর্ভূক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বির্নিমাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩৩ তম আন্তর্জাতিক ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ১০ টায় জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র্যালীটি উপজেলা পরিষদ থেকে বাজারের ভাস্কর্য মোড় হয়ে উপজেলা পরিষদে র্যালীটি শেষ হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় আশরাফ ফাউন্ডেশন নির্বাহী পরিচালক এম রাসেল আশরাফ সভাপতিত্বে আশরাফ ফাউন্ডেশনের ফিল্ড ভলেন্টিয়ার মোশারফ হোসাইন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুম্মিতা সাহা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা অফিসার মেহেদী হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, আশরাফ ফাউন্ডেশন সমন্বয়কারী মামুনুর রশিদ বকুল, রেজাউল করিম এছাড়া উপস্থিত প্রতিবন্ধীদের বিভিন্ন গ্রুপের প্রতিনিধি আরজিনা, রিয়াদ, মিলা, আনোয়ার হোসেন, ইকবল হোসেন, নিরঞ্জন বাবু, সাজেদুল ইসলাম প্রমুখ।
বিশ্বজুড়ে শারীরিক ও মানসিক প্রতিবন্ধিতার শিকার মানুষের জীবনমান উন্নয়ন ও সুরক্ষার অঙ্গীকার নিয়ে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। আশরাফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বলেন, আমরা প্রতিবন্ধীদেরকে তাদের জীবনযাত্রার মান উন্নতিকল্পে কাজ করে আসছি এবং আগামীতে চৌগাছা উপজেলাতে সকল ইউনিয়নে স্বাস্থ্য, শিক্ষা, জীবিকায়ন, সামাজিক ও ক্ষমতায় ইস্যুভিত্তিক কাজ অব্যাহত থাকবে।