যশোর স্টেট এগ্রো ইন্ডাস্ট্রিস লিটেডের মার্কেটিং অফিসার আব্দুল করিম রমনের বিরুদ্ধে কোম্পানীর কালেকশনের ৯লাখ ৭৩হাজার ৭৯০টাকা প্রতারনার মাধ্যমে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় কোম্পানীর একাউন্টস অফিসার খালিদ সাইফুল্লাহ কোতয়ালী মডেল থানা লিখিত অভিযোগ দাখিল করেছেন। স্টেট এগ্রো ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড যশোরের কর্মকর্তা মোঃ খালিদ সাইদুল্লাহ যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের মজনুর রহমানের ছেলে।
অভিযোগে খালিদ সাইফুল্লাহ উল্লেখ করেন,২০২৩ সালের ১০ অগাষ্ট কোম্পানীর যশোর শাখায় মার্কেটিং অফিসার হিসাবে যোগদান করেন বেজপাড়া মেইন রোড ০৮ নং ওয়ার্ডের মিন্টু মিয়ার ছেলে আব্দুল করিম রমন। পরে কোম্পানীর মার্কেটিং কাজের জন্য তাকে “যশোর-হ-১৮-৪৩৫০”নম্বরের একটি মোটরসাইকেল দেওয়া হয়। ফলে তিনি কোম্পানীর বিভিন্ন ডিলার/পরিবেশক ও মার্কেট থেকে টাকা কালেকশন করেন। পরে হঠাৎ করে তিনি ডিলার/পরিবেশক ও মার্কেটের কালেকশনের টাকা অফিসে জমা দেওয়া বন্ধ করে দেন। ফলে অফিস থেকে তাকে নোটিশ প্রদান করে গত ৩১ডিসেম্বার২৪ ইং তারিখের মধ্যে কোম্পানীর আদায়কৃত মোট ৯লাখ ৭৩হাজার৭৯০টাকা জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়। কিন্তু তিনি উক্ত টাকা অফিসে জমা না দিয়ে ঐ দিন দুপুর সাড়ে ৩টা থেকে মোবাইল ফোন বন্ধ করে রাখেন। পরে ঐদিন থেকে কোম্পানীর সাথে তিনি কোন প্রকার যোগযোগ না করিয়া আত্মগোপনে রয়েছেন। তার বাড়ীতে গিয়ে খোজ নিলে পরিবারের লোকের কাছে তার কোন সন্ধান বা সঠিক কোন তথ্য প্রদান না করিয়া আমাদেরকে ঘুরাচ্ছেন। ফলে আব্দুল করিম রমন প্রতারনা করে কোম্পানীর ৯লাখ ৭৩হাজার ৭৯০টাকা আত্মসাৎ করেছেন। ঘটনার বিষয়ে কোম্পানীর উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করেন।#