
যশোরের চৌগাছায় শহিদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট রাউন্ডে পৌরসভা ফুটবল একাদশ ৪ গোলে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বরুপদাহ ইউনিয়ন ফুটবল একাদশ। যা শূন্য গোলে পরাজিত হয়েছে।
মঙ্গলবার (২১জানুয়ারি) সরকারি শাহাদাৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিকাল ৪ টায় অনুষ্ঠিত শহিদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে উপস্থিত ছিলেন
উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউনিয়ন চেয়ারম্যান মাসুদুল হাসান, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক আব্দুল আলিম চঞ্চল,দপ্তর সম্পাদক সাহেব আলী, যুবদলের আহবায়ক এম এ মাম্নান, পৌর যুবদলের আহবায়ক সালাউদ্দিন, সদস্য সচিব মঈন উদ্দিন মঈন প্রমুখ।