ঝিনাইদহ জামিলা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পিঠা উৎসব

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশ ব্যাপী তারুণ্যের উৎসবের অংশ হিসাবে ঝিনাইদহ জামিলা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে স্কুল চত্বরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ফিতে কেটে পিঠা উৎসবের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা সুলতানা।

সেসময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক সুমন কুমার মন্ডল, সহকারী শিক্ষক মোঃ হাসান হাবীব, চায়না খাতুন, মাহমুদা জাহান, জাহাঙ্গীর আলম, হোসনে আরা, নাজমা খাতুন, কানাই চন্দ্র পাল, আবুল কাসেম, মনিরুল হাসান সহ বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ বিদ্যালয়ের সকল শ্রেণীর শিক্ষার্থীরা।

এতে গ্রাম বাংলার ঐতিহ্য পাটিসাপটা, চিতই পিঠা, ভাপা পিঠা, জামাইভাজা পিঠা, কুলি পিঠা, কাঁটা পাকান পিঠা, ছিটে রুটি, ভিজনা পিঠা, বরপি, কেক, তাল পিঠাসহ নানা রকমের গ্রামীন পিঠার ৬টি স্টল বসানো হয়। শিক্ষার্থীদের পিঠার স্টলগুলোতে কেনাবেচায় ছিলো উপচেপড়া ভিড়। এই পিঠা উৎসব চলে বিকাল পর্যন্ত। প্রতি বছরের ন্যায় এবছরও এমন আয়োজন করতে পেরে শিক্ষক ও শিক্ষার্থীরা আনন্দিত।