রূপদিয়া বাজার বণিক সমিতির আয়োজনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

 যশোর সদর উপজেলার ঐতিহ্যবাহী রূপদিয়া বাজার বণিক সমিতির আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের আজ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৫ ফেব্রুয়ারি ২০২৫ ইং, বুধবার যশোর সদরের রূপদিয়ার জিরাট দিগন্ত ক্লাব বনাম খুলনা রূপক স্বাধীন- ফুটবল একাডেমীর মধ্যকার খেলাটি রুপ দিয়ে ওয়েলফেয়ার একাডেমির মাঠে অনুষ্ঠিত হয়।
রূপদিয়া বাজার বণিক সমিতির আয়োজনে অনুষ্ঠিতব্য আন্দোলনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় স্বাগতিক দল ২-১ গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। নির্ধারিত সময়ের প্রথমার্ধে রূপক স্বাধীন একাডেমী ১-০ গোলে দলকে এগিয়ে রাখে। দ্বিতীয় আর্ধে একই দল আরেকটি গোল করে ২-০ তে এগিয়ে নিয়ে যায়। এ সময় টানটান উত্তেজনাকর মুহূর্তে জিরাট দিগন্ত ক্লাব ১ গোল পরিশোধ করতে সামর্থ হন। খেলাটির নির্ধারিত সময় শেষে রূপক স্বাধীন একাডেমীর ২-১ গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম বিশ্বাস ও নরেন্দ্রপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আশরাফুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন রূপদিয়া বাজার বণিক সমিতির সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক হাসানুর রহমান লিটু, ক্রিড়া সম্পাদক সুমন হোসেন প্রমুখ।