যশোরের হামিদপুর ডে নাইট ফুটবল টুর্নামেন্ট ১ দিনের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

যশোরে হামিদপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে তরুণ প্রজন্মের উদ্যোগে একদিনের ডে-নাইট ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯ টায় প্রথম পর্ব খেলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় শেষ পর্যন্ত রাত ১১ টায় কার্যক্রম শেষ হয়। এতে অংশগ্রহণ করেন ১৬ টিম বিভিন্ন গ্রুপ পর্যায়ে যশোর পৌরসভা মোল্লাপাড়া, জামান ট্রেডার্স, সুলতানপুর নালিয়া ঝুমঝুমপুর কলোনি, কচুয়া, সীতারামপুর, জামদিয়া হামিদপুর, বাউলিয়া, বালিয়াডাঙ্গা মান্দিয়া
সেমিফাইনালে প্রথম রাউন্ডে অংশগ্রহণ করেন মোল্লাপাড়া বনাম চাঁদপাড়া ট্রেডার্স

খেলা দেখতে আসেন যশোর অঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো দর্শক। । যশোর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সম্পাদক শফিকুল ইসলাম বলেন আমার নেতা তারেক রহমানের আগামী বাস্তবায়ন বাংলাদেশ যে স্বপ্ন আছে সুন্দর ও সুস্থ সমাজ বিনির্মানে আমরা যে সপ্ন দেখছি তা বাস্তবায়ন সম্ভব হবে যদি সমাজ হতে মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং, সন্ত্রাস চিরতরে বন্ধ হয়। তাই তিনি কিশোর তরুনদের খেলা ধুলায় আসক্ত থেকে বাজে কাজ হতে বিরত থাকার আহ্বান জানান।

উল্লেখযোগ্য এই টুর্নামেন্টে খেলতে আসেন যশোর অঞ্চলের তরুণ খেলোয়াড় জুলু, খোকা বাবু, বিল্লাহ,ইমন, প্রেমসহ অনেক সুপরিচিত খেলোয়াড়,

মোল্লা পাড়ার টিমের খেলোয়াড় জুলু প্রতিপক্ষের জালে আটকা সর্বোচ্চ ৬ টি গোল করে রেকর্ড অর্জন করেন।
ম্যান অব দ্যা ম্যাচ সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত শামসুল হুদা ফুটবল একাডেমীর খেলোয়াড় মোল্লাপাড়ার জুনিয়র টিমের জেমস। শেষ পর্যন্ত ট্রাইবেকারে চাঁদপড়া কে পরাজিত করে ফাইনাল প্রথম রাউন্ড ওঠেন মোল্লাপাড়া জুনিয়র টিম

আবার প্রতিপক্ষ ফাইনালে অংশগ্রহণ করেন মোল্লাপাড়া বনাম জামান ট্রেডার্স

মোল্লা পাড়া পরিচিত খেলোয়াড় খোকা বাবু ট্রাইবেকার পায়ের জাদুতে শেষ পর্যন্ত ফাইনালে ওঠে।
ফাইনালে যুদ্ধে শেষ পর্যন্ত জামান ট্রেডার্স কে ট্রাবেকার ৩ দুই বাবধানে জয়ী হয়েছেন মোল্লাপাড়া জুনিয়ার টিম

উল্লেখযোগ্য এই খেলায় সার্বিক সহযোগিতা করেছেন
আলামিন হোসেন রেফারি হিসেবে দায়িত্ব ছিলেন বিপুল হোসেন ও মাঠ পরিচালনা কমিটিতে হুমায়ুন, আলী, সাব্বির

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পর্যায়ে ২ হাজার সালের মাঠ কাঁপানো খেলোয়াড় মিজাননুর রহমান মিজান, মঞ্চে উপস্থিত ছিলেন ফতেপুর ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মনজুরুল হক লিটু, ইউপি সদস্য ৬ নম্বর ওয়ার্ড আকরাম হোসেন,৬ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মোঃ আব্দুল সবুর পিন্টু, তালবাড়িয়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক রাজু আহমেদ, দেশ বুলেটিন ই-কাগজ ও অঞ্চলিক সাংবাদিক জুম্মান হোসেন ও হামিদপুর গ্রামবাসী

খেলার শেষ চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করে আয়োজক কমিটি ও অতিথিবৃন্দ