নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির করার দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১১টায় নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদের উদ্যোগে প্রেসক্লাব যশোরে সামনে এ মানববন্ধন করা হয়।
ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদের সহ-সভাপতি রেজাউল ইসলামের সভাপতিত্বে ঘন্টাব্যাপি মানববন্ধনে যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।
মানববন্ধন বক্তরা বলেন,দেশের সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান বিগত সরকারের সময়ে চমর অমানবিক, বৈষম্য,পক্ষপাতিত্ব ও অবহেলার শিকার হয়েছে। বিগত সরকারের ব্যক্তি প্রভাবে অনেক যোগ্য ও পুরাতন শিক্ষা প্রতিষ্ঠান বাদ দিয়ে অপেক্ষাকৃত নিম্মমানের ও নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে।
অথচ ২০ থেকে ২৫ বছরের এমনকি তার চেয়েও বেশি বয়সের স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান এখনও এমপিভুক্ত হতে পারেনি। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে বঞ্চিত ও বৈষম্যের শিকার এসব নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওর দাবি জানান বক্তারা।