কেশবপুরে ছাত্রী শ্লীলতাহানির অভিযোগে স্কুলে তালা, অভিযুক্ত শিক্ষক সাময়িক বরখাস্থ

কেশবপুরে পিকনিক থেকে রাতে বাড়ি ফেরার পথে এক শিক্ষক কর্তৃক এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ফলে ওই শিক্ষকের বিরুদ্ধে এলাকাবাসী ফুসে উঠেছে। শিক্ষককে স্থায়ী ভাবে বরখাস্তে’র দাবিতে শ্রেণিকক্ষে তালা লাগিয়ে দিয়েছেন এলাকাবাসী।পিতার দাবী এই নরপিশাচ শিক্ষকের কঠোর শাস্তি না হলে আমি,আমার স্ত্রী ও মেয়ে এই স্বুলে এসে সকলের সামনে বিষ পানে আতœহত্যা করবো বলে হুশিয়ারী দেন।

গত ৬ ফেব্রæয়ারী কেশবপুর উপজেলার সুফলাকাটি ইউনিয়নের কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের নিয়ে শিক্ষকরা বার্ষিক শিক্ষা সফরে নাটোরে যান। সেখান থেকে গভীর রাতে স্কুলে ফেরার পর বিদ্যালয়ের শিক্ষক বিশ্বনাথ আইচ (৪৫) তার গ্রামের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তাকে শ্লীলতাহানি ঘটায়। ছাত্রী বাড়িতে যেয়ে বিষয়টি তার অভিভাবকদের নিকট জানালে এ বিষয়ে সঠিক বিচার দাবিতে১২ ফেব্রæয়ারী শিক্ষকের বিরুদ্বে অভিযোগ দেয়া হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সবুর বলেন, ছাত্রীর অভিভাবকের অভিযোগ পেয়েই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে পরামর্শ করে দাযী শিক্ষককে ১২ ফেব্রæয়ারী সাময়িক বরখাস্থ করা হয়েছে। এরপরও এলাকাবাসী শিক্ষককে স্থায়ী ভাবে বরখাস্তের দাবিতে ১৩ ফেব্রæয়ারী বিদ্যালয়ে উপস্থিত হয়ে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে তালা লাগিয়ে দেয়। এ কারণে এদিন পাঠদান বন্ধ হয়ে যায়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে শ্রেণিকক্ষের তালা খুলে ফেলা হয়েছে।এঘটনায় বিদ্যালয়ের সহকারি শিক্ষক বিশ্বনাথ আইচের মুঠোফোনে কল দিলে নাম্বার বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মকর্তা এএসএম জিল্লুর রশীদ সাংবাদিকদের জানান অভিযোগের ভিত্তিতে কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্বনাথ আইচকে সাময়িক বরখাস্থ করা হয়েছে। তদন্ত করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।