যশোরে জাঁকজমক পূর্ণ ভাবে দৈনিক মানবজমিনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জাঁকজমকপূর্ণ পরিবেশে যশোর প্রেস ক্লাবে দৈনিক মানবজমিন পত্রিকার ২৭তম বর্ষপূর্তি উৎসব পালিত হয়েছে। শনিবার বেলা ১১টায় যশোরের (ভারপ্রাপ্ত) জেলা প্রশাসক রফিকুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে জন্মদিনের উৎসবের শুভ সূচনা করেন। অনুষ্ঠানে যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন দৈনিক মানবজমিনের সিনিয়র স্টাফ রিপোর্টার নূর ইসলাম। দৈনিক মানবজমিনের এই জন্মবার্ষিকীর অনুষ্ঠানে পত্রিকা পরিবারের সকলকে শুভেচ্ছা জানিয়ে বিশেষ অতিথির
বক্তৃতা করেন যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, যশোর চেম্বারের সভাপতি মিজানুর রহমান খান, দৈনিক গ্রামের কাগজের প্রকাশক সম্পাদক মবিনুল ইসলাম মবিন,দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু,  দৈনিক স্পন্দন পত্রিকার নির্বাহী সম্পাদক মাহাবুব আলম লাভলু, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান,
জেল্ যুবদলের আহবায়ক এম তমাল আহমেদ, সদস্য সচিব আনসারুল হক রানা,
 সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, যশোর সাংবাদিক ইউনিয়নের  সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন,  যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি গোপিনাথ দাস, সাধারণ সম্পাদক এম আর খান মিলন,
জাগপার সভাপতি নিজাম উদ্দিন অমিত,
যশোর জেলা হকার্স ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক জিলহজ¦ হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি আকরামুজ্জামান আকরাম। অনুষ্ঠানে যশোরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক  সংগঠনের প্রতিনিধিবৃন্দসহ শতাধিক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
পরে যশোরের বিভিন্ন গণমাধ্যমের পক্ষ থেকে ফুল দিয়ে মানবজমিন পরিবারের এই আত্নসংগ্রামের  জন্য ধন্যবাদ জানান।