মুজিবের ঠাঁই হলো মুম্বাইয়ে

আইপিএলের মেগা নিলামে মুম্বাই ইন্ডিয়ান্স দলে টেনেছিল আফগান স্পিনার মোহাম্মদ গাজানফারকে। তার জন্য ৪ কোটি ৮০ লাখ রুপি খরচ করেছিল তারা। কিন্তু বিধি বাম! চোটের কারণে আইপিএলে খেলা হচ্ছে না তার।

গাজানফারের বদলি খুঁজতে খুব বেশি দূরে তাকায়নি মুম্বাই। আরেক আফগান স্পিনার মুজিব উর রহমানকে দলে ভিড়িয়েছে তারা।

রোববার (১৬ ফেব্রুয়ারি) মুম্বাই ইন্ডিয়ানস নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে মুজিবকে দলে টানার বিষয়টি নিশ্চিত করেছে। মুজিবের ছবি পোস্ট করে ক্যাপশনে তারা লিখেছেন, ‘আফগান অফস্পিনার মুজিব উর রহমানকে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। তিনি গজনফারের বদলে এসেছেন। চোটে পড়ায় গজনফার ২০২৫ আইপিএল থেকে ছিটকে গেছেন। মুজিব আফগানিস্তানের প্রতিনিধিত্ব করা অন্যতম তরুণ এক ক্রিকেটার এবং আইপিএলে ১৭ বছর বয়সে অভিষেক থেকে প্রভাব রাখছেন। গজনফার দ্রুত সুস্থ হয়ে উঠুন, সেটাই আমরা চাচ্ছি। আর মুজিবকে আমাদের পরিবারে উষ্ণ অভ্যর্থনা জানাই।’

জানা যায়, গাজানফারের এলফোর ভার্টেব্রায় চিড় ধরা পড়েছে, যার ফলে তাকে কমপক্ষে চার মাস ক্রিকেটের বাইরে থাকতে হবে। এই চোটের কারণে আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও জায়গা হয়নি তার। তার পরিবর্তে নানগায়াল খারোতিকে চ্যাম্পিয়নস ট্রফির দলে নিয়েছে আফগানরা।

প্রসঙ্গত, বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে বেশ কদর রয়েছে মুজিবের। স্বীকৃত টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ২৫৬ ম্যাচে ৬.৭৫ ইকোনমিতে নিয়েছেন ২৭৫ উইকেট। তবে ২০২১ সালের পর আর আইপিএলে দেখা যায়নি তাকে। কয়েক বছর বিরতির পর মুম্বাইয়ের জার্সিতে আইপিএলে প্রত্যাবর্তন হচ্ছে তার।