জেলা সমাবেশ ঘিরে রূপদিয়া বাজারে নরেন্দ্রপুর-কচুয়া ইউনিয়ন বিএনপির প্রচারনা মিছিল

আগামীকাল ১৮ই ফেব্রুয়ারি মঙ্গলবার জেলা বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে নরেন্দ্রপুর ও কচুয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সোমবার বিকালে রূপদিয়া বাজারে একটি যৌথ প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। পরদিন ১৮ ফেব্রয়ারি মঙ্গলবার যশোর টাউন হল মাঠে জেলা বিএনপি’র সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সমাবেশকে সফল করার লক্ষ্যে এদিন দুই ইউনিয়নের বিএনপি ও অংঙ্গ সংগঠনের নেতা-কর্মিদের যৌথ প্রচার মিছিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মিছিলে অংশ গ্রহন করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন।

নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম বিশ্বাস, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ রাসেল, বিএনপি নেতা আব্দুল জলিল গোলদার, মিকাইল হোসেন, সোহেল রানা তোতা, হাচানুর রহমান সাকিল, লাইচ খান, কচুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মশিয়ার রহমান খান, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, বিল্লাল হোসেন সহ বিপুল পরিমান নেতাকর্মি।