(১৯ ফেব্রয়ারি) বুধবার রাত সাড়ে ১০টার দিকে ৬০পিচ ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক কারবারিকে আটক করেছে নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শাহিনুর রহমান। আটককৃত মাদক ব্যবসায়ী যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চাউলিয়া গ্রামের পশ্চিমপাড়ার মোঃ আব্দুল হামিদ ফকিরের ছেলে মোঃ লিটন হোসেন (৪৫)।
শাহিনুর জানান প্রতিদিনের ন্যায় ওয়ারেন্ট তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা ডিউটি কালে গোপন সংবাদ আসে ঘটনাস্থলে মাদক কারবারি চলছে। এখবরের সত্যতা যাচায়ে সঙ্গীয় ফোর্স নিয়ে চাউলিয়া গ্রামস্থ মেসার্স বস ব্রিকস নামিয় ইট ভাটার চিমনির দক্ষিণ পাশের লেবার মিল শেডের শ্রমিক মোঃ নাজমুল হাসানের থাকার ঘরে প্রবেশ করি।
এসময় পুলিশের উপস্থিতি দেখে কৌশলে পালানোর সময় লিটনকে আটক করে উপস্থিত লোক সম্মূখে দেহ তল্লাশি করে। তার পরিহিত প্যান্টের পকেট থেকে ৬০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। এঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়।