ঝিনাইদহের শৈলকুপায় তিন জনকে গুলি করে হত্যা করেছে দুর্বত্তরা। শুক্রবার রাত ১২ টার দিকে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শশানঘাট এলাকা থেকে তিন জনের লাশ উদ্ধার করা হয়। শৈলকুপা থানার ওসি মাসুম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তাৎক্ষণিকভাবে নিহতদের মধ্যে হানিফ নামে একজনের পরিচয় জানতে পেরেছে পুলিশ। তিনি পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতা বলে জানা গেছে। বাকি দু’জনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত ৮ তার দিকে শশানঘাট এলাকায় গুলির শব্দ শুনতে পায় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে ৩ জনের লাশ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে ২ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে একজন পার্শবর্তী হরিণাকুন্ডু উপজেলার বাসিন্দা হানিফ বলে প্রাথমিক ভাবে পুলিশ জানিয়েছেন। তিনি পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন। বাকিদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, বুকে ও মাথায় গুলি করে ওই তিনজনকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়ার পাশাপাশি ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।