ঝিনাইদহের বিষয়খালীতে প্রীতি ক্রিকেট খেলা অনুষ্ঠিত

“জয় কিংবা পরাজয় খেলাই শেষ কথা নয়, খেলোয়াড়দের মানসিকতাই আসল” এ শ্লোগানে ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল এন্ড কলেজ মাঠে প্রীতি ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বিবাহিত ক্রিকেট একাদশ ও অবিবাহিত ক্রিকেট একাদশ খেলায় অংশগ্রহণ করে।

খেলায় ৭৬ রানের বিরাট জয় পায় বিবাহিত ক্রিকেট একাদশ। বিবাহিত ক্রিকেট একাদশ প্রথমে ব্যাট করে ১৫ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৮৬ রান করে। পরে অবিবাহিত ক্রিকেট একাদশ ১৮৭ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে ১০ ওভার ৩ বলে ১১০ রান করে অল-আউট হয়।

এরি ফলে ৭৬ রানের বিরাট জয়ে বিজয়ী হয় বিবাহিত ক্রিকেট একাদশ। শুক্রবার বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল এন্ড কলেজ মাঠে বিবাহিত ও অবিবাহিতরা এ প্রীতি ক্রিকেট খেলার আয়োজন করেন।

খেলায় একাই ৯ উইকেট ও ২০ রান করায় ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পান বিবাহিত দলের অধিনায়ক রনিকুল ইসলাম। পুরস্কার বিতরণীতে দুই দলের সকল খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। এছাড়াও এলাকার শত শত মানুষ খেলাটি উপভোগ করেন।