ঝিনাইদহে জেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথভাবে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) সকালে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়ালের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ২৬ মার্চ তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করা হবে। সূর্যোদয়ের সাথে সাথে শহীদদের স্মরণে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে কুচকাওয়াজ ও খেলাধূলার আয়োজন করা হবে। এছাড়াও বিনোদন কেন্দ্রগুলো খোলা থাকবে।
বিশেষ এ দিবস উপলক্ষে সরকারি হাসপাতালে বিশেষ খাবার পরিবেশন সহ সড়ক সজ্জিতকরণ গুরুত্বপূর্ন স্থাপনাসমূহ আলোকসজ্জা করণের সিদ্ধান্ত গৃহীত হয়।
সেসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) এবিএম খালিদ হোসেন সিদ্দীক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।