যশোর জেলার শার্শা উপজেলার কায়বা ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) আওতায় বিতরণের জন্য নির্ধারিত ১৫৫ বস্তা চাল আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে।
অভিযোগের কেন্দ্রে রয়েছেন কায়বা ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি রুহুল কুদ্দুস এবং তার ভাই ইবাদুল ইসলাম কালু। তারা স্থানীয় ডিলার শাহজাহান কবিরের ট্রলি থেকে জোরপূর্বক চালের বস্তাগুলো আত্মসাতের চেষ্টা করেন।
তবে স্থানীয় সাধারণ জনগণ এই ঘটনার প্রতিবাদ করে তা প্রতিহত করেন এবং উপজেলা প্রশাসনের কাছে মৌখিক অভিযোগ দায়ের করেন।
প্রাপ্ত তথ্যমতে, অভিযুক্ত সাবেক চেয়ারম্যানের ভাই ইবাদুল ইসলাম কালু ডিলার শাহজাহান কবিরের কাছে পাওনা ৫ লাখ টাকা আদায়ের উদ্দেশ্যে চালের বস্তাগুলো আটকে রাখার চেষ্টা করেন। পরে স্থানীয় জনগণ ও সাংবাদিকদের সহযোগিতায় ১৫৫ বস্তা চাল পুনরায় ডিলারের নিকট হস্তান্তর করা হয়।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।