যশোরে হিন্দু যুবকের ইসলাম ধর্ম গ্রহণ

jessore map
যশোরের অভয়নগরে সনাতন ধর্ম (হিন্দু) ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন গোবিন্দ বিশ্বাস (৩২) নামে এক যুবক। সোমবার (৭ এপ্রিল) বিজ্ঞ নোটারী পাবলিকের কার্যালয়, যশোরের মাধ্যমে এফিডেভিট করে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। তার বর্তমান নাম আব্দুর রহমান ওরফে আব্দুল্লাহ। গোবিন্দ বিশ্বাস অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের বাশুয়াড়ী গ্রামের লেবুগাতী এলাকার মঙ্গল বিশ্বাস ও মঞ্জু রাণী বিশ্বাস দম্পতির ছেলে।
এ ব্যাপারে নবমুসলিম আব্দুর রহমান ওরফে আব্দুল্লাহ বলেন,দীর্ঘদিন যাবত ইসলাম ধর্মের বিভিন্ন ওয়াজ মাহফিল, ইসলামী পুস্তক, ধর্মীয় আচার অনুষ্ঠান দেখে ও শুনে আমার ভালো লাগেছে। ইসলাম ধর্মের প্রতি মুগ্ধ হয়ে গত ৩১ মার্চ ঈদের নামাজের আগে স্থানীয় ইমাম সাহেবসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ইসলাম ধর্ম গ্রহণ করি। পরে ঈদের নামাজও আদায় করি। সেই দিন থেকে আমি নিয়মিত পাঁচ ওয়াক্তের নামাজসহ অন্যান্য রীতি-নীতি, অনুশাসন মেনে চলছি। আমার মৃত্যুর পর ইসলাম ধর্মের রীতি ও অনুশাসন অনুযায়ী মৃত দেহের দাফন কাফন করার অনুরোধ করছি।’
তিনি আরো বলেন,‘সোমবার বিজ্ঞ নোটারী পাবলিকের কার্যালয়, যশোর থেকে এফিডেভিটের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণের কাজ সরকারি নিয়মে সম্পন্ন করেছি। এখন থেকে গোবিন্দ বিশ্বাসের স্থলে আমার নাম আব্দুর রহমান ওরফে আব্দুল্লাহ হিসেবে অভিহিত হবে। আব্দুর রহমান ওরফে আব্দুল্লাহ বলেন, জোরপূর্বক, ফুসলিয়ে বা কোনো প্রকার প্রলোভন দেখিয়ে আমাকে ধর্মান্তরিত করা হয়নি। আমার বিবেকের উপর ভরসা করে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। কারণ ইসলাম শান্তির ধর্ম। আমার জন্য দোয়া করবেন।’
এ ব্যাপারে শুভরাড়া ইউপি চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম বলেন, পবিত্র ঈদুল ফিতরের দিন সকালে গোবিন্দ বিশ্বাস কলেমা পাঠের মধ্যদিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। সোমবার (৭ এপ্রিল) বিজ্ঞ নোটারী পাবলিক থেকে এফিডেভিটের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণের সকল প্রক্রিয়া সম্পন্ন করেছেন। বর্তমানে তার নাম আব্দুর রহমান ওরফে আব্দুল্লাহ। আমি তার মঙ্গল কামনা করি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে যে কোনো প্রয়োজনে আমি তার পাশে আছি।’