যশোরে ২৪ ঘণ্টায় সড়ক দুর্ঘটনাসহ তিনজন নিহত

যশোরে গত ২৪ ঘণ্টায় সড়ক দুর্ঘটনা ও গাছ কাটার সময় গাছ চাপায় এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এসময়ে আরও দু’জন আহত হন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত সোয়া আটটার দিকে যশোর-বেনাপোল সড়কের শ্যামলাগাছী মোড়ে একটি দ্রুতগতির ট্রাকের ধাক্কায় তানিয়া খাতুন (৩০) নামে এক নারী নিহত হন। তিনি যশোরের শার্শা উপজেলার লাউতারা গ্রামের সেলিম হোসেনের স্ত্রী।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়,তানিয়া তার স্বামীর সাথে মোটরসাইকেলে করে শার্শা থেকে নাভারণ যাচ্ছিলেন। শ্যামলাগাছী মোড়ে পৌঁছালে বেনাপোলগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-৮৪-০২২৪) মোটরসাইকেলটিকে পেছন দিক থেকে ধাক্কা দিলে তারা রাস্তায় পড়ে যান। ঘটনাস্থলেই নিহত হন তানিয়া খাতুন। তার স্বামী সামান্য আহত হন।
শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার এড়েন্দা বাজার এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় তাহসিন হোসেন (১০) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়। সে মহাদেবপুর গ্রামের জহুরুল ইসলাম লিটনের ছেলে এবং শহরের খয়েরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।
তাহসিন তার বাবার মোটরসাইকেলে করে ধর্মতলা থেকে বাড়ি ফিরছিল। পথে এড়েন্দা বাজারে পৌঁছালে একটি বাস (যশোর-ব-০২-০০০৫) পেছন দিক থেকে ধাক্কা দিলে পিতা-পুত্র সড়কে ছিটকে পড়েন। হাসপাতালে নেওয়ার পথে তাহসিন মারা যায়। তার পিতা জহুরুল ইসলাম প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
অন্যদিকে শুক্রবার সকালে যশোরের অভয়নগর উপজেলার দিয়াপাড়া গ্রামে গাছ কাটার সময় শরিফুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তি গাছের নিচে চাপা পড়ে মারা যান। তিনি মমিন আলীর ছেলে।
জানা যায়, স্থানীয় ফজলুর রহমানের মাছের ঘেরের পাড়ে একটি মেহগনি গাছ কাটার সময় অসাবধানতাবশত গাছ চাপা পড়েন শরিফুল। আশঙ্কাজনক অবস্থায় তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।