বিদায় ১৪৩১, স্বাগত ১৪৩২ : বিএসপির বর্ণাঢ্য আয়োজন

১৪৩১ বঙ্গাব্দকে বিদায় ও ১৪৩২ বঙ্গাব্দকে স্বাগত জানিয়ে বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোর প্রেসক্লাবে কবিতা পাঠ ও আলোচনাসভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান। সভাপতিত্ব করেন বিএসপি সভাপতি কবি আহমদ রাজু।
বিশেষ অতিথি ছিলেন ডা. আবুল কালাম আজাদ লিটু, ড. মো. মুস্তাফিজুর রহমান, হারুন অর রশিদ, অধ্যক্ষ শাহিন ইকবাল প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কবি গোলাম মোস্তফা মুন্না। অনুষ্ঠান শেষে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।