যশোরে আফিল মুরগির ফার্মে অগ্নিকাণ্ড

যশোরে আফিল মুরগির ফার্মে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত করে বলতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে অগ্নিকাণ্ডের পর বিকেল সাড়ে চারটারদিকে তা নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
এতে প্রায় ৪৪ হাজার মুরগি পুড়ে গেছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটির কর্তারা। যার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ কোটি টাকা বলে জানিয়েছেন তারা।
যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের ঘোড়াগাছা গ্রামে অবস্থিত আফিল মুরগির ফার্মটি অবস্থিত।
ফার্মটির ম্যানেজার মফিজ উদ্দিন জানান, খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং মনিরামপুর থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে ফার্মটির একটি সম্পূর্ণ শেড পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৪৪ হাজার মুরগি ছিলো। এছাড়া শেডের ভেতরে থাকা সব বৈদ্যুতিক সরঞ্জাম এবং মুরগি প্রসেসিং-এর স্বয়ংক্রিয় মেশিনও সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।
ফার্মটির মালিক শেখ আফিল উদ্দিন যশোর-১ আসন থেকে নৌকা প্রতীকে ৪ বার সংসদ সদস্য হয়েছিলেন। বর্তমানে তিনি পলাতক আছেন।