সংস্কারের আগে নির্বাচন হলে ফের চোর ডাকাতরা নির্বাচিত হবে : নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর 

সংস্কারের আগে নির্বাচন হলে ফের চোর ডাকাতরা নির্বাচিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। তিনি আজ শনিবার দুপুরে যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জেলা শিক্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য কালে এ মন্তব্য করেন।
শিক্ষক ফেডারেশনের যশোর শাখার সভাপতি অধ্যাপক আবুল হাশিম রেজার সভাপতিত্বে অধ্যাপক মুজিবুর রহমান আরো বলেন,এখন থেকেই বহু লোক ডাকাতি চুরি করার পায়তরা শুরু করেছে। তারা নির্বাচিত হলে বিগত সরকারে যেমন চুরি ডাকাতি হয়েছে, আবারও সেই অবস্থার সৃষ্টি হবে। তাদের কথা হলো, যে করে হোক নির্বাচন হতে হবে। স্বেরাচারী শাসকের মতো আবারও সেই নির্বাচন হয় তাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। তাই আগে সংস্কার, তার পরে নির্বাচন দিতেই হবে। তবে সংস্কারের নামে সময় ক্ষেপণ করা যাবে না। এ জন্য দ্রুত সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া জনগণের দাবি।
নায়েবে আমীর আরো বলেন, ‘বিগত সময়ে পাতানো নির্বাচনের সাক্ষী এই শিক্ষকরা। ৪ শতাংশ ভোট পড়লেও, ভোট কেন্দ্রে দায়িত্বরত শিক্ষকদের ৪১ থেকে ৪৫ শতাংশ ভোট লিখতে বাধ্য করা হয়েছিল।
বক্তব্যকালে নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান উপস্থিত শিক্ষকদের হাত উচু করে আগামী নির্বাচনে সততার সঙ্গে দায়িত্ব পালন করার অঙ্গিকার করান।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, আর্দশ শিক্ষক ফেডারেশন জেনারেল সেক্রেটারি অধ্যাপক এ বি এম ফজলুল করীম, জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গোলাম রসুল প্রমুখ বক্তব্য রাখেন।