যশোরের শীর্ষ সন্ত্রাসী ‘ডেঞ্জার সোহাগ’ র‌্যাবের হাতে গ্রেফতার

যশোরের শীর্ষ সন্ত্রাসী হাসান আলী ওরফে সোহাগ ওরফে ‘ডেঞ্জার সোহাগ’ (৩১)কে শনিবার বিকেলে গ্রেফতার করেছে র‌্যাব-৬। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, বিস্ফোরক, অস্ত্র ও মাদকসহ মোট ৯টি মামলা বিচারাধীন রয়েছে।
গ্রেফতারকৃত সোহাগ যশোর শহরের আশ্রম রোড বলাডাঙ্গা এলাকার ধলু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে যশোরের কোতয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা, একটি ডাকাতি, একটি অস্ত্র, একটি বিস্ফোরক, দুটি হত্যা চেষ্টা ও তিনটি মাদক মামলাসহ মোট নয়টি মামলা রয়েছে। এলাকাবাসীর মতে, সে দীর্ঘদিন ধরে এলাকায় শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত।
২০১৮ সালের ২৯ জানুয়ারি, যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামের জামাল হোসেনের ছেলে রানা ষষ্টিতলা এলাকায় পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহত রানার মা রহিমা বেগম বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করে কোতয়ালী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলার অন্যতম আসামি ছিলেন ডেঞ্জার সোহাগ।
সোহাগ ছয় মাস জেল হাজতে থাকার পর জামিনে মুক্তি পেয়ে আত্মগোপনে চলে যায়। এরপর আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল কোতয়ালী থানাধীন বলাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর সোহাগকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।