যশোরে এক মতবিনিময় সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশের সবচেয়ে বড় সমস্যা মাদক ও দুর্নীতি। এ দুটি সমস্যা নিয়ন্ত্রণে এলে আর বড় কোনো সমস্যা থাকত না।
তিনি পুলিশের উদ্দেশ্যে বলেন, সাদা পোশাকে কাউকে গ্রেফতার নয় অভিযানে গেলে অন্তত বাহিনীর ডেস্ট পরতে হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেন তিনি।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন,”তেল কিছু কম মারেন। সব তেল শেষ হয়ে গেলে পরে আর মারবেন কী?” এসময় তিনি দুর্নীতি রোধে ‘পকেটের সংখ্যা’ কমানোর পরামর্শ দেন।
উপদেষ্টা জানান, বর্তমান সরকার অরাজনৈতিক, তাই সবাই সমান সুযোগ পাচ্ছেন। মঙ্গলবার যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।