ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ২৫ বাংলাদেশী নাগরিককে আটক করেছে ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।
শুক্রবার (২৫ এপ্রিল) মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)’র সহকারী পরিচালক ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ২৫ এপ্রিল আনুমানিক সকাল ৬টার সময় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ পলিয়ানপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার-৬০/২০-আর হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পলিয়ানপুর গ্রামের মোঃ আব্দুর রহিমের ভুট্টা ক্ষেতের মধ্যে হতে হাবিলদার মোঃ জুয়েল হোসেন
এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে বাংলাদেশী ১১ জন পুরুষ, ১০ জন নারী এবং ৪ জন শিশুসহ সর্বমোট ২৫ জন বাংলাদেশী নাগরিক’কে বাংলাদেশ হতে ভারতে অবৈধভাবে প্রবেশের উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণের সময় আটক করা হয়। আটককৃত পুরুষ বাংলাদেশী নাগরিকগন হলেন, নড়াইল সদর উপজেলার সিংগা গ্রামের মোঃ ইউসুফ আলীর ছেলে মোঃ নজরুল ইসলাম ( ৩০) খুলনা জলার খালিশপুর থানার বাস্তহারা কলোনি রোডের ফয়সাল
শেখ (২৫), ঢাকা জেলার লালবাগ থানার হাজ সাফিন হোরাগী গ্রামেরসাইন মাহি (২১), মাগুরা জেলার মহাম্মদপুর থানার নওভাঙ্গা গ্রামের দীপংকর রায় (৩২), নড়াইল জেলার সিংগা গ্রামের মোঃ রানা মোল্লা (২৬), খুলনা সদরের লাখোহাটী গ্রামের মোঃ শরিফুল ফরাজি (৩০), যশোরের অভয়নগর উপজেলার সিন্দিপাশা গ্রামের মোঃ ইকবাল শেখ (৩৮), মাগুরার মহম্মদপুর থানার নওভাঙ্গা গ্রামের সুকান্ত কুমার মন্ডল (৩৫), একই গ্রামের শিমুল শাঁখারি (২৮), সুধাংশ রায় (২৮), শিশির কুমার, (২৮)। বাকীরা নারী ও শিশু। আটককৃত পুরুষ বাংলাদেশী নাগরিকগণকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে এবং নারী ও শিশুদেরকে জাস্টিস এন্ড কেয়ার, যশোর শাখার প্রতিনিধির নিকট সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।