অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর কাকরাইল এলাকায় এ ঘটনা ঘটে।
দুপুরের পর থেকে এ ঘটনার একটি ভিডিও সামাজিকযোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
অভিনেতা সিদ্দিককে থানায় নেওয়ার বিষয় নিশ্চিত করেন রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন।
এসআই বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে সিদ্দিককে থানায় নিয়ে আসা হয়। তিনি এখনো রমনা থানাতেই আছেন। তার নামে আমাদের থানায় কোনো মামলা নেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক সিদ্দিককে দুই পাশ থেকে ধরে টানাহেঁচড়া করছেন। এ সময় সিদ্দিকের পোশাক ছিঁড়ে ফেলা হয়।
ওই ভিডিওতে এক যুবককে বলতে শোনা যায়, আমরা সিদ্দিককে, আওয়ামী লীগের একজন দালালকে আমরা পুলিশে হস্তান্তর করছি।