নদীর নাব্যতা রক্ষায় জিয়াউর রহমানের খাল কাটার কর্মসূচিতে ফিরে আসা উচিত: দিদারুল আলম

নদীর নাব্যতা রক্ষায় জিয়াউর রহমানের খাল কাটার কর্মসূচিতে ফিরে আসা উচিত: দিদারুল আলম

স্টাফ রিপোর্টার:

দেশের বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার মৌলিক সংস্কার ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠিত হলে তা দখলদারিত্বের রাজনীতি বন্ধ করতে সহায়ক হবে না বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-র ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) দিদারুল আলম। তিনি বলেন, রাষ্ট্রের কাঠামোকে সঠিক অবস্থানে নিয়ে যেতে হলে সকলের সম্মিলিত মতৈক্য প্রয়োজন। অধিকারভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা করা না গেলে কোনো সামাজিক সমস্যারই স্থায়ী সমাধান সম্ভব নয়।

শনিবার (৩ মে) বিকেলে যশোর জেলা এবি পার্টি আয়োজিত দলের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে দিদারুল আলম নদীর নাব্যতা রক্ষায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গৃহীত খাল খনন কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন এবং সেই কর্মসূচিতে ফিরে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশে মোট ১ হাজার ২৯৪টি নদীর মধ্যে ৫৪টি আন্তঃদেশীয়, যা ভারতের সঙ্গে সংযুক্ত। ভারতকর্তৃক এই নদীগুলোর নিয়ন্ত্রণ ইচ্ছামাফিক ব্যবহারের কারণে আমাদের দেশ প্রায়শই বন্যা ও খরায় ব্যাপক ক্ষতির শিকার হয়। বর্ষায় অতিরিক্ত জল ছেড়ে দেওয়া এবং খরায় প্রবাহ বন্ধ করে দেওয়ার নীতির কারণে দেশের সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোহায়।

দিদারুল আলম তার বক্তব্যে যশোর জেলার ভবদহ এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার কথা বিশেষভাবে উল্লেখ করেন। তিনি বলেন, বিগত দুই দশক ধরে কোনো সরকারই এই অঞ্চলের মানুষের ভোগান্তির নিরসনে কার্যকর পদক্ষেপ নেয়নি। মনিরামপুর, কেশবপুর ও অভয়নগর উপজেলার জনগণ বছরের পর বছর ধরে জলাবদ্ধতার শিকার হচ্ছে। এবি পার্টি জনগণের এই দুর্দশা লাঘবে বদ্ধপরিকর এবং এ লক্ষ্যে প্রশাসনের উচ্চ মহলে নিয়মিত যোগাযোগ রাখছে। একইসাথে স্থানীয় জনগণের অধিকার আদায়েও দলটি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।

সংগঠনের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও যশোর জেলা আহ্বায়ক অধ্যক্ষ ইয়ামিনুর রহমানের সভাপতিত্বে  আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার মাহমুদ হাসান, খুলনা জেলা শাখার আহ্বায়ক গাজী সাইফুদ্দিন, এবি যুব পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব হাদিউজ্জামান খোকন এবং কেশবপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক শেখ কুরবান আলী। এছাড়াও বক্তব্য রাখেন ইলিয়াস হোসেন, আব্দুল্লাহিল কাফি, মনোয়ার হোসেন সুমনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি দলের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।