মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জে যাত্রীবাহী বাস চাপায় উত্তম ভট্টাচার্য (৫০) নামে এক ঠেলাগাড়ি চালক নিহত হয়েছেন। উত্তম ভট্টাচার্য কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের তিলকপুর গ্রামের সুবির ভট্টাচার্যের ছেলে।শনিবার সকাল ১১টার দিকে কমলগঞ্জ-মুন্সীবাজার সড়কে ভটরমেইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কমলগঞ্জ থানার সাব ইন্সপেক্টর সুরুজ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়রা বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় পুলিশ এসে বাসটি জব্দ করেছে।