বিনোদন ডেস্ক: বলিউড সুপারস্টার সালমান খানকে মারধর করলে ২ লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে ভারতের ‘হিন্দু হি আগে’ নামের একটি হিন্দু সংগঠন। সংগঠনের নেতা গোবিন্দ পরাশর জানিয়েছেন, সালমানকে শারীরিক নিগ্রহের বিনিময়ে ২ লক্ষ টাকা দেবে তাদের সংগঠন। কিন্তু হঠাৎ কী এমন কাজ করলেন সালমান?
ভারতীয় গণমাধ্যম বলছে, সলমনের উপরে তাদের এমন ক্ষোভের কারণ হলো সালমানের নতুন প্রযোজনা সংস্থার একটি ছবি। সেই ছবির নাম ‘লাভরাত্রি’। আগামী অক্টোবরে (সম্ভবত ৫ অক্টোবর) ওই ছবি মুক্তি পাওয়ার কথা। শোনা যাচ্ছে, ছবি মুক্তি পাবে নবরাত্রির সময়েই। হিন্দু ভাবাবেগে আঘাত করছেন সালমান— এমন বিচিত্র অভিযোগেই সালমানকে পেটানোর পরিকল্পনা করেছে ‘হিন্দু হি আগে’। তবে নিজেরা সেই কম্মোটি করার কথা না ভেবে অন্যকে এগিয়ে দিতে চায় তারা।
এই সংগঠনের নেতা প্রবীণ তোগাড়িয়া। বিশ্ব হিন্দু পরিষদ ছাড়ার পরে এই সংগঠন গড়ে তুলেছেন তিনি। সেই প্রবীণেরই কাছের লোক বলে পরিচিত গোবিন্দ। গোবিন্দ জানিয়ে দিয়েছেন, জনসমক্ষে সালমানকে নিগ্রহ করলেই পুরস্কার দেবেন তাঁরা। পাশাপাশি সেন্সর বোর্ডকে তিনি ছবিটি নিষিদ্ধ করার জন্য অনুরোধ করেছেন।