আখাউড়ায় ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে আলোচনা সভা

এম.এস.রনি, ব্রাহ্মণবাড়িয়া: ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা করেছে আখাউড়া উপজেলা প্রশাসন।মঙ্গলবার সকাল প্রায় ১০ টার দিকে আখাউড়া উপজেলা মিলনায়তনে আলোচনা সভার অনুষ্ঠিত হয়।

b bariaআখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব শামছুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা/কর্মচারীগন বক্তব্য রাখেন।

bbariaভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর বিভিন্ন বিষয়ের তাৎপর্য তুলে ধরেন নির্বাহী কর্মকর্তা জনাব শামছুজ্জামান। তিনি বলেন, যেকোন পণ্যের সেবা পাওয়ার অধিকার ক্রেতাদের রয়েছে। তাই আখাউড়া উপজেলা প্রশাসনের উধ্যেগে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ বাস্তবায়নের লক্ষ্যে আজ এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

তিনি আরো বলেন, ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ বাস্তবায়নের লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলনের পাশাপাশি সহায়তা করতে হবে।

এসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন- উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা/কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষকবৃন্দ, ব্যবসায়ী, এনজিও প্রতিনিধি, আখাউড়া শিল্পকলা একাডেমীসহ স্কুল কলেজ মাদ্রসার ছাত্র-ছাত্রীরা।