নায়িকা আসে, নায়িকা যায়…

samim ahamed ronyশামীম আহমেদ রনি: বেশ কয়েক বছর ধরে এই ধারাই চলছে। না আছে কারো এক্সপ্রেশন, না আছে কারো অভিনেত্রী হবার চেষ্টা। শুধুই, “আয়িং যাইং করেনগা, ভুটান ফুটান নাইংগা”…। হালে এক পেইজে হবু এক নায়িকার গুণকীর্তন চোখে পড়ায় খুব আগ্রহ নিয়ে তাকে দেখে ওই পেইজই আনফলো করে দিছি।

এতোসব হতাশার মধ্যে “পূজা” আশাজাগানিয়া। আমার কেন জানি মনে হয় সে এলো-গেলোর মধ্যে থাকবে না, টিকে থাকবে…। তবে এক “পূজা”কে দিয়ে তো ইন্ডাস্ট্রি চলবে না। আরো অন্তত এক/দুই’জন লাগবে। এই বছরেই অন্তত আরো এক যোগ্যতাসম্পন্ন নায়িকা দরকার আমাদের। এগিয়ে যেতে আমাদের যোগ্য শিল্পী, কলাকুশলী অন্বেষণ করতে হবে এখনই।

(বি. দ্র. এই পোস্টে আমি শুধুমাত্রই নতুনদের নিয়ে বলেছি। অযথা প্রতিষ্ঠিত নায়িকাদের এর মাঝে টেনে আনবেন না।)

(ফেসবুক থেকে সংগৃহীত)