অনন্য উচ্চতায় সাকিব আল হাসান

shakib al hassanস্পোর্টস ডেস্ক: নাজিবুল্লাহ জাদরানের উইকেট তুলে নেয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ উইকেট শিকারের অনন্য ইতিহাস গড়লেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান আগেই পূর্ণ করেছেন সাকিব আল হাসান। বৃহস্পতিবার ছুঁয়ে ফেললেন ৫০০ উইকেট শিকারের মাইল ফলকও।

আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচশো উইকেট শিকারের ১০ হাজার রান সংগ্রহ করা তৃতীয় ক্রিকেটার হলেন বাংলাদেশ দলের এ অধিনায়ক।

এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে জ্যাক ক্যালিস ও শহীদ আফ্রিদি এই মাইলফলক স্পর্শ করেছেন। দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক কেলিস এই ডাবল স্পর্শ করতে ৪২০ম্যাচ খেলেন।

পাকিস্তানের অলরাউন্ডার আফ্রিদি এই ডাবল ছুঁতে খেলেন ৪৭৭ ম্যাচ। আর সাকিব ছুঁয়ে ফেলেছেন মাত্র ৩০২ ম্যাচে।

বৃহস্পতিবার ভারতের দেরাদুনের রাজীব গান্ধী স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৪৫ রান সংগ্রহ করে আফগানিস্তান।

বাংলাদেশ দলের হয়ে দুটি করে উইকেট নেন আবু জায়েদ রাহী ও নাজমুল ইসলাম অপু।

সিরিজের আগের দুই ম্যাচে জিতে ট্রফি নিজেদের করে নিয়েছে আফগানিস্তান। হোয়াইটওয়াশ এড়াতে হলে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ দলকে আজ ১৪৬ রান করতে হবে।