স্টাফ রিপোর্টার: যশোরে বিপ্লব হোসেন (২৫) নামে এক টাইলস্ মিস্ত্রিকে চোর অপবাদে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বিপ্লব সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের রুপদিয়া গ্রামের মৃত দুলালের ছেলে।
আহত বিপ্লব জানান, গত এক সপ্তাহ ধরে তিনি শহরের বেজপাড়া পানশা নামে এক ব্যক্তির বাড়িতে টাইলস্ মিস্ত্রির কাজ করে আসছিলেন। তিনি পানশার কাছে পাওনা টাকা চাওয়ায় গত দু’দিন ধরে চোর অপবাদ দিয়ে মারধোর করে আসছিলো। বৃহস্পতিবার সন্ধ্যা ছয় টারদিকে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
আহত বিপ্লবের অভিযোগ, তিনি কোনো কিছু চুরি করেননি। পাওনা টাকা চাওয়ায় তাকে মারধোর করা হয়েছে।