যশোরে ৮২ শিশুকে নতুন জামা বিতরণ

স্টাফ রিপোর্টার: প্রথম আলো যশোর বন্ধুসভার উদ্যোগে অসহায় ৮২ শিশুকে ঈদের নতুন জামা বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে প্রথম আলো যশোর কার্যালয়ে বিভিন্ন বয়সের ছেলে-মেয়েদের হাতে নতুন জামা তুলে দেওয়া হয়। এ কর্মসূচির নাম ‘একটি করে রঙিন জামা’।

prothom aloনতুন জামা পেয়ে ১০ বছর বয়সের রকি জানায়, ‘মার কাছে ঈদে নতুন জামা চাইলাম। মা বলেছে, এবার আর দিতি পারবানে না। পুরানোডা গায় দিবি। এখন নতুন জামা পেয়ে আমার খুব আনন্দ হচ্ছে।’

নতুন জামা বিতরণের সময় উপস্থিত ছিলেন উপশহর ডিগ্রি কলেজের উপাধ্যাক্ষ শাহনাজ পারভিন, প্রথম আলোর প্রতিনিধি মনিরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিটন,বন্ধুসভার সহসভাপতি মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, যুগ্ম সম্পাদক নুরুন্নবী, সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার সরকার, অনুষ্ঠান সম্পাদক মুসলিমা আক্তার মৌ, ক্রীড়া সম্পাদক আবু হুরাইরা ইফতি, সদানন্দ সরকার, প্রিয় দত্ত, মোবিনুল ইসলাম মোবিন, অনন্যা প্রমুখ।