বাজেট বইতে ভুল, অনলাইন কেনাকাটায় ভ্যাট নেই

mosarrof hosenডেস্ক রিপোর্ট: ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে অনলাইন কেনাকাটায় কোনো ভ্যাট আরোপ করা হয়নি। মূলত বাজেট বইতে ছাপার ভুলের কারণে অনলাইন কেনাকাটায় ৫ শতাংশ ভ্যাট আরোপের কথা বলা হয়েছে।

শুক্রবার ২০১৮-১৯ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন এসব কথা বলেন।

এসময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ বিভিন্ন মন্ত্রী ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী বরাবর প্রশ্ন করা হলে এনবিআর চেয়ারম্যান বলেন, এবাবের বাজেটে ভার্চুয়াল বিজনেস ইউটিউব ও ফেসবুকে করারোপের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে অনলাইন কেনাকাটায় কোনো ভ্যাট আরোপ হয়নি। এটা ভুল করে বাজেটের বইতে চলে এসেছে।