ইউরো ও বিশ্বকাপ এক নয়, রোনালদোদের উদ্দেশ্যে ফিগো

ronaldo2স্পোর্টস ডেস্ক: আসন্ন বিশ্বকাপে ইউরোপের সেরা দল কোনটি? এমন প্রশ্নের জবাবে অনেকেই হয়তো বলবে জার্মানি কিংবা ফ্রান্স অথবা স্পেন। কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর আসলে পর্তুগাল। কেননা ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ জিতে ৪ বছরের জন্য ইউরোপ সেরার মুকুট নিজেদের করে নিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল।

তবে ইউরো চ্যাম্পিয়নশিপ জিতে বিশ্বকাপে তৃপ্তির ঢেকুর তোলার সুযোগ নেই বলে রোনালদোদের সতর্ক করে দিয়েছেন পর্তুগালের কিংবদন্তী ফুটবলার লুইস ফিগো। বিশ্বকাপে দলসংখ্যা বেশি থাকে এবং প্রতি দেশের খেলার ধরনও থাকে আলাদা। তাই ইউরোর চেয়েও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে পর্তুগিজদের সামনে, এমনটাই মনে করেন পর্তুগালের সাবেক অধিনায়ক।

বিশ্বকাপকে সামনে রেখে নিজ দলকে পরামর্শ দিতে গিয়ে ফিগো বলেন, ‘বিশ্বকাপটা ইউরোর চেয়ে অনেক বেশি আলাদা। কারণ এখানে আপনাকে ভিন্ন ভিন্ন ঘরানার ভিন্ন ভিন্ন দেশের সাথে খেলতে হয়। প্রায়শই আপনার প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়। গ্রুপ পর্বের ম্যাচগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর অন্যান্য গ্রুপগুলোর দিকে তাকিয়ে দেখতে হবে আপনার সামনে এগুনোর সম্ভাবনা কতো।’

বিশ্বকাপে পর্তুগালের সম্ভাবনার কথা উল্লেখ করে ফিগো বলেন, ‘শুরুতে পর্তুগালেরও অন্যান্য সব দলের মতোই প্রত্যাশা থাকবে। আমারও মনে হয় ইউরো জেতায় পর্তুগালের আত্মবিশ্বাস ভালো থাকবে। এবারের দলটিও খুব ভাল। তারুণ্য এবং অভিজ্ঞতার মিশেলে ভালো একটি দল হয়েছে, দলের কোচও অভিজ্ঞ একজন। দেখা যাক কি হয়।’