ভারতকে চেপে ধরেছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপ ফাইনালে ভারতীয় নারীদের চেপে ধরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টসে জিতে আগে ফিল্ডিং নেয়ার সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করছেন সালমা-জাহানারারা। ১২ ওভার শেষে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ৫৯ রান।

কুয়ালালামপুরের কিনরারা ওভাল স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকে চাপে পড়ে যায় ভারত। রানআউটের মাধ্যমে প্রথম ব্রেকথ্রু পায় বাংলাদেশ। নাহিদা আকতারের দুর্দান্ত থ্রো’তে ৭ রান করে ফেরেন স্মৃতি মান্ধানা। ভারতীয়দের রানের চাকা থামিয়ে দেন সালমা-নাহিদারা।

ইনিংসের ৭ম ওভারে দীপ্তি শর্মাকে সরাসরি বোল্ড করে সাজঘরের পথ দেখান জাহানারা আলম। পরের ওভারেই মিথালি রাজকে ফারজানা হকের হাতে ক্যাচে পরিণত করেন খাদিজা তুল কুবরা। তার এক ওভার পরে উইকেটরক্ষক শামীমা সুলতানার থ্রো ইচ্ছাকৃতভাবে থামিয়ে আউট হন অনুজা পাতিল।

তবে বাংলাদেশের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে উইকেটে টিকে রয়েছেন অধিনায়ক হারমানপ্রিত কৌর। তাকে সঙ্গ দিয়ে প্রাথমিক ধাক্কা সামাল দিচ্ছেন ভেদা কৃষ্ণামুর্থি।