স্টাফ রিপোর্টার: বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন-এর আয়োজনে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় যশোরে অনুষ্ঠিত হয়েছে শিশু-কিশোর সাঁতার প্রতিযোগিতা। ১০ জুন (রবিবার) শহরের ভোলাট্যাঙ্ক রোডে অবস্থিত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের জলাশয়ে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা।
সকালে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করে জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল। পরে কয়েকটি ইভেন্ট উপভোগের পাশাপাশি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘খেলা-ধূলা মানুষের শরীর ও মনকে সুস্থ্য রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের উঠতি বয়সী ছেলে-মেয়েদের মাদকসহ নানা অপরাধ কর্মকান্ড থেকে দূরে রাখে। তাই এ ধরণের প্রতিযোগিতা আরও বেশিবেশি আয়োজন করা উচিৎ।’ এসময় জাগরণী চক্র ফাউন্ডেশনের বিভিন্ন সামাজিক কর্মকান্ডের প্রশংসাও করেন তিনি।
জাগরণী চক্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. আজাদুল কবির আরজুর সভাপতিত্বে সাঁতার প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক গ্রামের কাগজের সম্পাদক ও প্রকাশক মবিনুল ইসলাম মবিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যশোর বিভাগের নির্বাহী প্রকৌশলী মনজুর মোশারফ, খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. মোকসেদ শফি ও জাগরণী চক্র ফাউন্ডেশনের পরিচালক কাজী মাজেদ নওয়াজ।
প্রতিযোগিতায় অংশ নেয় শহরের ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭০ জন শিক্ষার্থী। প্রতিযোগিতায় মোট ১৬টি ইভেন্ট অনুষ্ঠিত হয়।