রাজশাহীতে ট্রেনের টিকিট কালোবাজারি, দুই জনের দন্ড

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারির অপরাধে দুই জনকে দন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার সকাল ১০টার দিকে স্টেশনের ভেতরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দন্ড দেওয়া হয়।

rtb

দন্ডপ্রাপ্তরা হলেন, পবার কাপাশমূল এলাকার আবু হানিফের ছেলে কাউসার আলী (৩৮) এবং নগরীর শিরোইল কলোনীর হাবিবুরের রহমানের ছেলে হাফিজুর রহমান (২৬)। এরমধ্যে কাউসার আলীকে তিনহাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের জেল দেওয়া হয়। তিনি জরিমানার টাকা পরিশোধ করায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে হাফিজুর রহমানকে ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ প্রদান করা হয়।

এর আগে কাউসারের কাছ থেকে পাঁচটি ও হাফিজুরের কাছে থেকে চারটি টিকিট উদ্ধার করা হয়।

দন্ডর বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতে বিচারক ও রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী মেজিস্ট্রেট আনিসুর রহমান। তিনি বলেন, কাউসার আলী জরিমানার তিন হাজার টাকা পরিশোধ করায় তাকে ছেড়ে দেওয়া হয়। আর হাফিজুর রহমানকে কারাগারে পাঠানো হয়।

তিনি বলেন, রাজশাহী রেল স্টেশনের পাঁচ নম্বর টিকিট কাউন্টার থেকে এই ঘটনা ঘটেছে। তাই টিকিট প্রদানকারীকে পরিবর্তন করে নতুন একজনকে বসানো হয়েছে। এছাড়া রাজশাহী রেলওয়ে কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।