আর কখনো বার্সার কোচ হবেন না গার্দিওলা

gardiolaস্পোর্টস ডেস্ক: বার্সেলোনার কোচ ছিলেন চার বছর। এ চার বছরে সম্ভাব্য সব ট্রফিই জিতিয়েছেন বার্সাকে। পেপ গার্দিওলার অধীনেই ইতিহাসের সেরা সময় পার করেছে বার্সেলোনা। সেই বার্সেলোনা থেকে বায়ার্ন মিউনিখ ঘুরে বর্তমানে গার্দিওলা আছেন ম্যানচেস্টার সিটিতে। নিজের দ্বিতীয় মৌসুমেই দলকে জিতিয়েছেন প্রিমিয়ার লিগ শিরোপা।

বর্তমানে এখানেই খুশি আছেন তিনি। তাই বার্সাতে আবার ফেরত যাওয়ার কথা আর ভাবছেন না পেপ গার্দিওলা। গার্দিওলা বলেন, ‘কোচ হিসেবে বার্সা আমার জন্য শেষ। কারণ আমি আগের মতো নই কিংবা তারা আমার দিকে একইভাবে তাকায় না।’

তার অধীনেই বার্সেলোনা এক বছরে জিতেছিল ছয়টি ট্রফি। ইউরোপের আর কোন দলের এই রেকর্ড নেই। সেই স্বপ্নের দলে মেসি-জাভি-ইনিয়েস্তারা ছিলেন। গার্দিওলা তাঁর বার্সার সেই স্বপ্নের দল নিয়ে বলেন, ‘সেটা দারুণ একটি সময় ছিলো যখন আমরা পৃথিবীকে জয় করে নিয়েছিলাম কিছু দুর্দান্ত খেলোয়াড়দের নিয়ে।’

কাতালুনিয়ায় জন্ম নেওয়া গার্দিওলা সবসময়ে কাতালানদের পাশে থেকেছেন। সে হিসেবে বার্সেলোনাও তার চিরচেনা। অনেকেই তাকে বার্সার ভবিষ্যৎ প্রেসিডেন্ট ভাবেন। তবে ক্লাবের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন সাবেক বার্সা কোচ। পেপ বলেন, ‘প্রেসিডেন্ট? না, আমি একজন কোচ এবং আমি যা করি তাতে আমি ভালো। আপনি সব কিছু হতে পারবেন না। যখন আমি কোচিং ছেড়ে দেবো তখন আপনি আমাকে গলফ খেলতে দেখবেন।’