সোমনাথ মন্দিরের লুটপাটের সঙ্গে ব্যাংকিংখাতের তুলনা

kaji firoz rosidডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টির এমপি কাজী ফিরোজ রশিদ বলেছেন, ভারতের সোমনাথ মন্দিরের লুটপাটের সঙ্গে আমাদের ব্যাংকিংখাতের লুটপাটের তুলনা করা যায়। তখন সোমমনাথ মন্দির আক্রমণ করে ২০ বিলিয়ন ডলার লুটপাট করা হয়েছিল। আর বাংলাদেশে ব্যাংক লুটপাটের আগ পর্যন্ত এতো বড় লুটপাটের ঘটনা আর ঘটেনি। সামনে নির্বাচন, নির্বাচনের আগে এই ব্যাংক মালিকরা লুটপাটকারী দেশে থাকবে না, তাদের খুঁজেও পাবেন না। তারা বিদেশে পালিয়ে যাবে, ইতোমধ্যে ভিসা লাগিয়ে ফেলেছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রবিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ২০১৭-১৮ অর্থ বছরের সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সমালোচনা করে তিনি একথা বলেন।

অর্থমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, ব্যাংক খেলাপি কারা? এটা কি আপনি জানেন না? কেনো তাদের কাছ থেকে টাকা আদায় করছেন না। এরা ২৪ হাজার কোটি টাকা নিয়ে গেছে। এই সমস্ত ভুয়া বাজেট দিয়ে কাজ হবে না। এই বাজেটের মধ্যে কিছু নেই। ধনিকে খুশি, গরীবকে নি:স্ব আর ব্যাংক ডাকাতদের উৎসাহিত করেছেন এই বাজেটে।