যানবাহনের চাপ নেই ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে মহাসড়কে চাপ নেইঈদযাত্রা শুরু হয়ে গেলেও ঢাকা-চট্রগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে অতিরিক্ত কোনও চাপ নেই। এখন পর্যন্ত স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে এই দুই মহাসড়কে। মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত দুটি মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে কোনও যানজটের খবর পাওয়া যায়নি। তবে স্বাভাবিক সময়ের তুলনায় ঈদের ঘরমুখে মানুষের ভিড় দেখা গেছে।
নারায়ণগঞ্জের কাচঁপুর হাইওয়ে পুলিশের ওসি আব্দুল কাইয়ুম সরদার জানান, ‘সকাল থেকে ঢাকা-চট্রগ্রাম মহসড়কের সাইনবোর্ড এলাকা থেকে কুমিল্লার দাউদকান্দি পর্যন্ত কোনও যানজটের খবর পাওয়া যায়নি। মেঘনা টোলপ্লাজায় টোল আদায়ে কিছুটা ধীরগতি লক্ষ্য করা গেলেও মেঘনা সেতু ও কাঁচপুর সেতুতে কোনও ধরনের সমস্যা হচ্ছে না।’নারায়ণগঞ্জে মহাসড়কে চাপ নেই

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ‘ঢাকা- সিলেট মহাসড়কের ভুলতা ফ্লাইওভারের নিচে রাস্তায় খানাখন্দক থাকার কারণে গাড়ি পাস হতে কিছুটা সমস্যা সৃষ্টি হচ্ছে। তবে সকাল থেকে দুপুর পর্যন্ত মহাসড়কে কোনও যানজটের খবর পাওয়া যায়নি।’

তিনি আরও জানান, ‘সড়ক ও জনপথ বিভাগ থেকে ভাঙাচোরা রাস্তা মেরামত করছে। কিন্তু মুষলধারে বৃষ্টির কারণে এবং রাস্তায় ভারী যানবাহন চলার কারণে রাস্তা আবার নষ্ট হয়ে যাচ্ছে। যে কারণে রাস্তায় খানাখন্দক থেকেই যাচ্ছে।’

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘ঈদের ছুটি শুরু হলে এই মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যাবে। রাস্তায় এ অবস্থা অব্যাহত থাকলে ঈদে ঘরমুখো মানুষকে যানজটের আটকা পড়ে ভোগান্তি পোহাতে হতে পারে।’