সালাহকে ছাড়াই বিশ্বকাপ মিশন শুরু মিশরের

meshorস্পোর্টস ডেস্ক: গতকালও মিশরীয়রা জানত উরুগুয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেই খেলবেন মোহামেদ সালাহ। ২৫ বছর বয়সী সালাহ নিজেও শুরুর একাদশেই মাঠে নামার জন্য আশাবাদী ছিলেন। কিন্তু একাতেরিনবার্গে ম্যাচ শুরুর ঘণ্টা খানেক আগে মিশরীয়দের জন্য উড়ে আসে দুঃসংবাদটি। মিশরের দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় উরুগুয়ের বিপক্ষে শুরুর একাদশে খেলতে পারছেন না সালাহ। শেষ পর্যন্ত সেই খবরটিই সত্যি হলো। সন্ধ্যা ৬টায় শুরু হওয়া নিজেদের প্রথম ম্যাচে মিশর খেলতে নেমেছে সালাহকে ছাড়াই।

শুরুর একাদশে না থাকলেও সালাহকে অবশ্য বদলি তালিকায় রাখা হয়েছে। অন্যদের সঙ্গেও রিজার্ভ বেঞ্চে বসে অপেক্ষা করছেন বদলি হিসেবে মাঠে নামার জন্য। তবে তিনি বদলি হিসেবেও নামতে পারবেন কিনা, বা নামবেন কিনা, সেটা এখনো স্পষ্ট করে জানা যায়নি। তবে ম্যাচ যখন শুরু হয়ে। জোনা যাবে শিগগিরই।

সালাহ না খেললেও তার দল মিশর কিন্তু শুরুটা ভালোই করেছে। নিজেরা গোল করতে না পারেনি বটে। তবে ম্যাচের ৩০ মিনিট পেরিয়ে গেলেও তার দল এখনো গোল খায়নি। লুইস সুয়ারেজ, এডিনসন কাভানিদের ভালোভাবেই সামলে যাচ্ছেন মিশরের ডিফেন্ডাররা।