রোববার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

mirza fokrul islamঢাকা: জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। রোববার বেলা ১১টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে। সংবাদ সম্মেলনে বক্তব্য তুলে ধরবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক ক্ষুদেবার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে শনিবার দুপুরে কারাগারে তার স্বজনেরা দেখা করেছেন। এ সময় তারা খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা যা দেখেছেন, সে সম্পর্কে সংবাদ সম্মেলনের মাধ্যমে অবহিত করবেন মির্জা ফখরুল।

এ ছাড়া গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনসহ সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়েও সংবাদ সম্মেলনে তিনি কথা বলতে পারেন বলে জানা গেছে।

উল্লেখ্য, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শনিবার দুপুরে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির সিনিয়র নেতারা কারা ফটকে যান। কিন্তু, অনুমতি না থাকায় দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তারা দেখা করতে পারেননি।

তবে এর ঘণ্টাখানেক পরে অনুমতি নিয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন তার অন্তত ২০ স্বজন।