শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সিংনগর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে সব্দুল হোসেন (৩২) নামে এক ভ্যান চালককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত সব্দুল জীবননগর উপজেলার সিংনগর গ্রামের মৃত রমজান আলীর ছেলে। হত্যাকান্ডের সাথে জড়িত প্রধান আসামী সুজন ও উথলী ইউনিয়ন পরিষদের মেম্বার আমিনুল ইসলামকে গ্রেফতার ও হত্যাকান্ডে ব্যবহৃত হাসুয়া উদ্ধার করেছে পুলিশ।
গ্রামবাসী জানায়, শনিবার ভোর সাড়ে ৩ টার দিকে সিংনগর গ্রামের পুরাতন মসজিদের সামনে পূর্ব শত্রুতার জের ধরে সব্দুল হোসেনকে একই এলাকার সুজন ও উথলী ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার আমিনুল ইসলামসহ বেশ কয়েকজন দেশীয় অস্ত্র দিয়ে উপুর্যপুরি কুপিয়ে আহত করে ফেলে রেখে যায়। এসময় সব্দুলের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, সব্দুল হত্যার প্রধান আসামী সুজন ও ইউপি মেম্বার আমিনুল কে গ্রেফতার করা হয়েছে।