স্পোর্টস ডেস্ক: ব্রাজিল-মেক্সিকো লড়াইয়ের আগে মাঠের বাইরেও দারুণ লড়াই জমেছিল। মেক্সিকো শিবির থেকে একের পর এক আক্রমণে বিদ্ধ হচ্ছিল ব্রাজিল শিবির। ব্যক্তিগত আক্রমণের শিকার ছিলেন নেইমার। মেক্সিকান অধিনায়ক তো নেইমারকে খোঁচা দিতে ছাড়েননি। বলেছিলেন মাঠে নেইমার পড়ে যেতে পছন্দ করে। তবে সেই মেক্সিকো নেইমারের কাছেই একরকম হার মানল যেন। সোমবার রাশিয়ার বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলের জয় ২-০ গোলে।
এদিন প্রথম গোলটি আসে নেইমারের পা থেকে। ফিরমিনোর করা দ্বিতীয় গোলটির ভাগিদারও নেইমারই। দারুণ নৈপুণ্য দেখিয়ে দলকে জেতানোর পর নেইমার অবশ্য ধুয়ে দিলেন মেক্সিকোকে। ব্রাজিলয়ান তারকা এদিন সরাসরি বলেন, ‘মেক্সিকো অনেক বেশি কথা বলেছে, যাচ্ছে তাই এবং বাড়ি ফিরে গেছে।’
নেইমার ফাউলের শিকার হয়েছেন এদিনও। এবং স্বভাবসুভল ভঙ্গিমা তার ছিলই। তবে ম্যাচের ৭২ মিনিটে ঘটে অন্য এক ঘটনা। ফাউলের শিকার হয়ে নেইমার পড়ে ছিলেন টেকনিক্যাল এরিয়ায়। বল ছিল তার পায়ের মাঝে। এসময় বলটি নিতে এসে মেক্সিকোর মিগেল লাইয়ুন বুটে দিয়ে আঘাত করেন নেইমারের পায়ে। সেই ঘটনা নিয়ে নেইমার বলেন, ‘এটা অন্যায় ছিল। তখন বলে খেলা হচ্ছিল না এবং আমরা খেলার বাইরে ছিলাম।’
এদিন দারুণ পারফর্ম করে দলকে জিতিয়েছেন নেইমার। তবে তিনি জয়ের কৃতিত্ব দিতে চান পুরো দলকে, ‘আমি পুরো দলকে অভিনন্দন জানাতে চাই। খেলায় এমন কিছু মুহূর্তে আসে যখন আপনাকে ভুগতে হয়। মেক্সিকোও খুব ভালো দল। কিন্তু আমরা অনেক ভালোমানের খেলা খেলেছি।’